এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া বাড়িয়ে পরিপত্র জারি - জনবার্তা
ঢাকা, সোমবার, ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া বাড়িয়ে পরিপত্র জারি

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৫, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া ৫০০ টাকা বাড়িয়ে পরিপত্র জারি করা হয়েছে। এখন থেকে শিক্ষকরা দেড় হাজার টাকা বাসা ভাড়া পাবেন।

আজ রোববার (৫ অক্টােবর) অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভাড়া বাড়ানোর পরিপত্র প্রকাশ করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত পরিপত্রে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে ১ হাজার টাকা হতে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।’

শর্তে বলা হয়, ‘এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।’

প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ হতে ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও’র চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।
সূত্র : বাসস