আলিমে পাসের হার কমেছে, জিপিএ-৫ কমে অর্ধেক - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলিমে পাসের হার কমেছে, জিপিএ-৫ কমে অর্ধেক

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৬, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। যেটি আগের বছর ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ, পাসের হার কমেছে।

অন্যদিকে আলিমে এ বছর জিপিএ-৫ অর্জনের সংখ্যাও কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৮ জন। সেখানে গত বছর পেয়েছিল ৯ হাজার ৬১৩ জন। অর্থাৎ, জিপিএ-৫ কমে অর্ধেকে এসেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসাসহ সব শিক্ষা বোর্ড থেকে একযোগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

চলতি বছর দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।