সিম বিক্রিতে নিষেধাজ্ঞায় গ্রামীণফোনের শেয়ারে দরপতন - জনবার্তা
ঢাকা, বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সিম বিক্রিতে নিষেধাজ্ঞায় গ্রামীণফোনের শেয়ারে দরপতন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জুন ৩০, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের বিরুদ্ধে মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) এক সিদ্ধান্তে নতুন সিম বিক্রিতে দেওয়া নিষেধাজ্ঞার প্রভাবে দাম কমেছে গ্রামীণফোনের শেয়ারের।

গতকাল বুধবার (২৯ জুন) সন্ধ্যায় বিটিআরসির পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারটির দর ৬ টাকা বা ২ শতাংশ কমেছে। কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ২৯৪ টাকা ১০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ১ হাজার ৩২ বারে ১ লাখ ৭৩ হাজার ২৬২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯ লাখ টাকা।