মাহমুদউল্লাহকে সরিয়ে জিম্বাবুয়ে সফরে নতুন অধিনায়ক
ঢাকা, সোমবার, ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাহমুদউল্লাহকে সরিয়ে জিম্বাবুয়ে সফরে নতুন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
জুলাই ২৩, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এই সিরিজে অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

শুধু তাই নয়, এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে দলের তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে।

জিম্বাবুয়ে সফরের এই টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয় বিসিবি।