ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান - জনবার্তা
ঢাকা, সোমবার, ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৪, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী। তিনি বলেন, ‘নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে।’ আজ ( শনিবার, ৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। স্বাধীনতার এত বছরেও একটি মানবিক সমাজ গঠন হয়নি। এক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখাতে বলেও জানান তিনি।’

তিনি বলেন, ‘উলামা ইকরামের একটি স্পাত পাথর হৃদয় চায় জাতি। পরস্পরের মধ্যে বিবাদে না জড়িয়ে সবার মত শুনার মানসিকতা রাখতে হবে উলামা ইকরামদের। তাহলেই এই জাতিকে সঠিক পথ দেখাতে পারবে উলামা ইকরাম।’

যে নামাজের ইমাম সে সেই এলাকার মানুষেরও ইমাম। তাই সবার দায়িত্ব নিয়ে কথা ও কাজ করতে হবে বলেও জানান তিনি।

এসময়, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে হাজারো মানুষ মিলে সেই ক্ষতি করতে পারে না। আল্লাহ ভীরু মানুষরা সমাজের নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আমির বলেন, ‘কলমের খোঁচায় যত মানুষের ক্ষতি করা সম্ভব তা অনেক মানুষ মিলেও করা সম্ভব নয়, তাই উলামা ইকরাম জাতি গঠনে বড় ভূমিকা পালন করতে পারে।’