বাংলাদেশের অন্যতম বড় প্রযুক্তি আয়োজন হিসেবে আগামী ২০ সেপ্টেম্বর খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিটপা কনফারেন্স ২০২৫’। আয়োজকদের দাবি, এ কনফারেন্স তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
কনফারেন্সে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজাইন, ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, ই-কমার্স এবং ডিজিটাল উদ্যোক্তা বিষয়ক একাধিক সেশন।
বিটপা কর্তৃপক্ষ জানিয়েছে, কনফারেন্সে দেশের শীর্ষ প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আইটি কোম্পানিগুলো অংশ নেবে। এই আয়োজন সারাদেশে প্রযুক্তি জ্ঞান ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিটপার সভাপতি বলেন, “সারাদেশের প্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রযুক্তির সমান সুযোগ পৌঁছে যাক।”
উল্লেখ্য, ‘বিটপা কনফারেন্স ২০২৫’ আগামী ২০ সেপ্টেম্বর খুলনা শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।