কালিমা শাহাদাত যেভাবে আমলের পাল্লা ভারী করবে - জনবার্তা
ঢাকা, সোমবার, ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালিমা শাহাদাত যেভাবে আমলের পাল্লা ভারী করবে

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : আল্লাহ আমার উম্মতের মধ্যে এক লোককে কেয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে পৃথক করে একান্তে ডেকে নেবেন। তার জন্য ৯৯টি দপ্তর বের করবেন যার প্রত্যেকটি চোখ যতদুর যায় তত লম্বা হবে।

তারপর তাকে বলবেন : তুমি কি এগুলো অস্বীকার কর? আমার রক্ষণাবেক্ষণকারী লেখক ফেরেশতাগণ কি তোমার উপর অত্যাচার করেছে? সে বলবে : না, হে প্ৰভু! তারপর আল্লাহ বলবেন : তোমার কি কোন ওজর বা সৎকর্ম আছে? লোকটি তখন হতভম্ব হয়ে গিয়ে বলবে : না, হে প্ৰভু!

তখন আল্লাহ বলবেন : অবশ্যই তোমার একটি সৎকর্ম আছে, তোমার উপর আজ কোনো জুলুম করা হবে না।

তারপর তার জন্য একটি কার্ড বের করা হবে যাতে আছে :

اَشْهَدُ اَنْ لاَّ اِلَهَ اِلاَّ اللهُ وَاَنَّ مُحَمَّدًا عَبْدُه وَرَسُوْلُه

উচ্চারণ : আশহাদু আন-লা ইলাহা ইল্লাহু ওয়াশহাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু

অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) তার বান্দা ও রাসুল।

তারপর আল্লাহ বলবেন : সেটা নিয়ে আস। তখন লোকটি বলবে : হে প্ৰভু! ওই সমস্ত দপ্তরের বিপরীতে এ কার্ড কি ভূমিকা রাখতে পারে?
তখন আল্লাহ তায়ালা বলবেন : তোমার উপর জুলুম করা হবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : তারপর সে সমস্ত দপ্তর এক পাল্লায় এবং কার্ডটি আরেক পাল্লায় রাখা হবে।

রাসূল বললেন : আর তাতেই সবগুলো দপ্তর উপরে উঠে যাবে এবং কার্ডটি ভারী হয়ে যাবে। আল্লাহর নামের বিপরীতে কোন কিছু ভারী হতে পারে না। (তিরমিজি, হাদিস : ২৬৩৯, ইবনে মাজাহ, হাদিস : ৪৩০০)